fbpx

অপেক্ষার পালা শেষ, আসছে মিথিলার ‘রোহিঙ্গা’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ তানজিয়া জামান মিথিলা অভিনীত প্রথম চলচ্চিত্র ‌’রোহিঙ্গা’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। ভারতীয় নির্মাতা হায়দার খান ছবিটি নির্মাণ করেছেন।

জানা যায়, ২৩ আগস্ট ভারতীয় সেন্সরবোর্ড ছবিটিকে ছাড়পত্র দেয়। বলিউডের এই সিনেমায় রোহিঙ্গা তরুণী হুসনে আরার চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। আরাকান ও হিন্দি, দুই ভাষায় কথা বলতে দেখা যাবে তাকে। হিন্দি ভাষায় পারদর্শী থাকায় শুটিংয়ের সময় সেটি বেশ কাজে দিয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে।

মিথিলা বলেন, ‘অবশেষে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো। অনেক দিনের অপেক্ষার অবসান হলো। মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ছাড়পত্রের জন্য এতদিন সিনেমাটির মুক্তি আটকে ছিল। খুব শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি।’

‘রোহিঙ্গা’ সিনেমার পরিচালক হায়দার খান বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তার নতুন সিনেমা ‘রোহিঙ্গা’ ওটিটি প্ল‌্যাটফর্মে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা।

Advertisement
Share.

Leave A Reply