fbpx

অভিযোগ আর পাল্টা অভিযোগে গরম পশ্চিমবঙ্গের নির্বাচন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভোটের সময় পুলিশ বিজেপি হয়ে যায় বলে প্রকাশ্যে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার উত্তরবঙ্গের কোচবিহারের জনসভায় মমতা বলেন,  “আমি অনেক জায়গায় দেখেছি, ভোটের সময় পুলিশ বিজেপির হয়ে যায়। তবে ছোট পুলিশদের কোনও দোষ নেই। পুলিশের নেতারা সব আন্ডারস্ট্যান্ডিং করে বসে আছে।”

রাজ্যের চতুর্থ দফায় ভোটের আগে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ ভোট কিনতে বাড়ি বাড়ি কুপন বিলি করছে বিজেপি। বুধবার তৃণমূল ভবনে সংবাদ সম্মেলনে সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘১ এপ্রিল থেকে প্রধানমন্ত্রীর জনসভার জন্য ও বিজেপিকে ভোট দেওয়ার জন্য ক্যাশ কুপন দেওয়া হচ্ছে। যে কুপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রয়েছে এবং ১ হাজার টাকার অঙ্ক রয়েছে। এ ব্যাপারটি নির্বাচন কমিশনের দৃষ্টি কীভাবে এড়িয়ে গেল, তা রহস্যের। আমরা চাই, কমিশন তদন্ত করে ব্যবস্থা নিক।’

তৃণমূলের এই অভিযোগের পালটা জবাব দিয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘হাওয়া গরম করে কথা না বলে, নির্বাচন কমিশনে যান। আমাদের ধারণা এইসব গল্প তৈরি করছে। সবটাই তৃণমূলের মস্তিষ্কপ্রসূত। হেরে যাবেন বলে এসব বলছেন।’

এর আগে গেরুয়া প্রার্থী লকেট চট্টোপাধ্যায় দাবি করেছিলেন,বিজেপি কর্মীদের জনসভায় ভেড়ানোর জন্য জনপ্রতি পাঁচ টাকা করে দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Share.

Leave A Reply