fbpx

‘অমিক্রন’ আক্রান্ত ২২ দেশ, ভ্রমণ নিষেধাজ্ঞা ৭০ দেশে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এখন পর্যন্ত ২২ দেশে ছড়িয়েছে করোনার নতুন ধরন ‘অমিক্রন’। আর নতুন এই ধরন ছড়ানো শুরুর পর থেকে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন দেশ। সিএনএনের খবরে বলা হয়েছে, এই রেজিমেন্টের বিস্তার ঠেকাতে কমপক্ষে ৭০টি দেশ ও অঞ্চল আফ্রিকার বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, সর্বশেষ সৌদি আরবে শনাক্ত হওয়ার মধ্য দিয়ে করোনার নতুন এই ধরন ২২ দেশে ছড়িয়ে পড়ল।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ করোনার নতুন ধরন নিয়ে উদ্বেগ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। করোনার নতুন এ ধরনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউটিও) ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে।

অমিক্রন প্রসঙ্গে আফ্রিকার সেন্টার ফল এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের পরিচালক টুলিও টি আলজেরিয়া বলেন, অন্য যে কোনো ধরন থেকে এটি আলাদা এবং অস্বাভাবিকভাবে এটি রূপান্তরিত হয়েছে।

টি আলজেরিয়া বলেন, সবমিলিয়ে কমপক্ষে ৫০ বারের মতো জিনবিন্যাস পরিবর্তিত হয়ে নতুন অমিক্রন ধরন রূপ পেয়েছে। আর এর স্পাইক প্রোটিনের বৈশিষ্ট্য বদলেছে ৩০ বারের বেশি।

Advertisement
Share.

Leave A Reply