fbpx

অস্ট্রেলিয়ায় চলচ্চিত্র উৎসবে মাহফুজ-বুবলীর ‘প্রহেলিকা’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ১৯ আগস্ট অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্র উৎসব। জমকালো এই উৎসবে বাংলাদেশে অংশ নিবেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।

শনিবার-রবিবার (১৯-২০ আগস্ট) ৩ দিনব্যাপী উদ্‌যাপিত হবে উৎসবটি। এ উৎসব চয়নিকা চৌধুরী পরিচালিত  মাহফুজ-শবনম বুবলী অভিনীত ’প্রহেলিকা’ চলচ্চিত্রটি প্রদর্শনীর উদ্যোগ গ্রহণ করেছেন অস্ট্রেলিয়ার স্থানীয় সংস্থা বেঙ্গল মিডিয়া।

পশ্চিম অস্ট্রেলিয়ার বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য গড়ে ওঠা প্রতিষ্ঠান বেঙ্গল মিডিয়া এই উৎসবের উদ্যোগ নিয়েছে।

পার্থের বাংলাদেশি মালিকানাধীন আরাম কিচেন রেস্তোরাঁয় অনুষ্ঠিত এক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেখানে ভার্চুয়ালি অংশ নেন মাহফুজ আহমেদ।

বদলে যাওয়া চলচ্চিত্রের সুবাতাস উপভোগ করতে সবাইকে আহ্বান জানান এ অভিনেতা। একইসঙ্গে তুলে ধরেন তার সদ্য মুক্তি পাওয়া সিনেমা প্রহেলিকার কিছু তথ্য।

এ সংবাদ সম্মেলনে আয়োজকরা  জানান, আগামী ১৯শে আগস্ট (শনিবার) হয়টস ক্যারোসলে সরাসরি যোগ দেবেন প্রহেলিকার নায়ক মাহফুজ আহমেদ। দীর্ঘ আট বছর পর প্রহেলিকায় মনা চরিত্র দিয়ে দর্শকদের খোরাক মেটাতে মাহফুজ দুর্দান্ত অভিনয় করেছেন। তাই পার্থের চলচ্চিত্র উৎসবে বেছে নেওয়া হয়েছে প্রহেলিকা চলচ্চিত্রকে।

আয়োজকরা আরও জানান, বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশের লক্ষ্যে অস্ট্রেলিয়াব্যাপী কাজ করবেন তারা। প্রাথমিকভাবে পার্থের নতুন প্রজন্মের কাছে তুলে ধরছেন দেশীয় চলচ্চিত্র।

বেঙল মিডিয়ার নেতৃত্বে আছেন কাজী সুমন ও নির্জন মোশাররফ। আরো আছেন এক ঝাঁক মেধাবী স্বেচ্ছাসেবী।

এদিন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- লেখিকা মলি সিদ্দীকা, সংগঠক আবু হেনা ভূইয়া, নারী উদ্যোক্তা ফরিহা শাওলী, সংগঠক আসিফুল ইসলাম, উদ্যোক্তা কাজী সুমন, কন্টেন্ট ক্রিয়েটর মনজুর বাপ্পী, গণমাধ্যমকর্মী মারিয়াম মুন, ঝর্না উদ্দিন, মার্জিয়া ইসলাম, ফারজানা জাফর প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply