fbpx

অস্ট্রেলিয়ায় এক দশক পর লেবার পার্টির জয়: প্রধানমন্ত্রী হচ্ছেন আলবানিজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অস্ট্রেলিয়ায় নির্বাচনে জয়ী হয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। টানা নয় বছর রক্ষণশীল দলের ক্ষমতার পর সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। রবিবার ব্রিটিশ সংবদ মাধ্যম বিবিসি এই খবর নিশ্চিত করেছে।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা না হলেও এখন পর্যন্ত পাওয়া ফলে অ্যান্থনি আলবানিজের জয় নিশ্চিত হয়েছে।

এর মধ্যেই শনিবার সন্ধ্যায়, বিদায়ী প্রধানমন্ত্রী স্কট মরিসন নিজের পরাজয় মেনে নিয়ে আলবানিজকে শুভেচ্ছা জানিয়েছেন।

নির্বাচনে বিজয়ের খবরে উচ্ছ্বসিত আলবানিজ তার সমর্থকদের বলেন, অস্ট্রেলিয়া ‘পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে’।

তবে তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন কি-না, তা এখনও স্পষ্ট নয়। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে আসন সংখ্যা ১৫১টি। এককভাবে সরকার গঠন করতে হলে অন্তত ৭৬টি আসনে জয়ী হতে হবে।

Advertisement
Share.

Leave A Reply