fbpx

আইনি পরামর্শ দেবে রোবট নাদিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আইনি পরামর্শ পেতে এখন আর উকিলের বাড়িতে ছোটাছুটি করতে হবে না। মোবাইল ফোনে ঘরে বসেই যে কোনো আইনি সমস্যার সমাধান পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে মানুষ নয়, বরং এই সমস্যার সমাধান দেবে নাদিয়া নামের একটি রোবট। সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

কেনিয়ার মানুষকে সহজে ও দ্রুত আইনি পরামর্শ দিতে বিশেষ অ্যাপের সহায়তায় এই রোবট কাজ করে। ফোন, ট্যাব বা কম্পিউটার ব্যবহার করে রোবট উকিলের সাহায্য বা পরামর্শ নেওয়া যায়।

কেনিয়ার তরুণ প্রকৌশলী হারমোন গ্রেভার নাদিয়া নামের বিশেষ এই রোবট উদ্ভাবন করেছেন। যারা টাকার অভাবে কোনো আইনি সহায়তা পান না, তাদের এটি বিশেষ কাজে দেবে।

গ্রেভার বলেন, খুব সহজেই এই রোবট ব্যবহার করা সম্ভব। এটি ২৪ ঘণ্টা সহায়তা দেবে এবং ধাপে ধাপে আপনি এর থেকে সহায়তা নিতে পারবেন। বর্তমানে এটি কেনিয়ার স্থানীয় ভাষাসহ বেশ কয়েকটি ভাষায় কাজ করতে পারে।

টেক্সট মেসেজ, ভয়েস মেসেজ বা ভিডিও কলের মাধ্যমে এই রোবট প্রশ্নের উত্তর দিয়ে থাকে। রোবটটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে কাজ চলছে। আইনি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে এই রোবট সক্ষম হবে বলেও দৃঢ় বিশ্বাস গ্রেভারের।

Advertisement
Share.

Leave A Reply