fbpx

আইফোনপ্রেমীদের জন্য দুঃসংবাদ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনের হেনান প্রদেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় চলছে লকডাউন। সেখানে অবস্থিত আইফোন নির্মাণের বৃহত্তম কারখানা ফক্সকনের কাজও বিঘ্নিত হচ্ছে। ফলে আইফোন ১৪ ও ১৪প্রো ম্যাক্স উৎপাদনের কাজ থমকে আছে।

তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান ফক্সকন ৭০ শতাংশ আইফোন উৎপাদন করে। কারখানাটিতে উৎপাদন হ্রাস পাওয়ায় সরবরাহে দেরি হচ্ছে।

আর যারা আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের জন্য অপেক্ষায় আছেন তাদের অপেক্ষা আরও দীর্ঘায়িত হবে বলেও জানিয়েছে অ্যাপল। বলছে, নতুন দুটি ডিভাইস পেতে গ্রাহকদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

চীনে কঠোর কোভিড নীতির কারণে সেখানে কর্মরত শ্রমিকদের মধ্যে অসন্তুষ্টি দেখা দিয়েছে। নতুন করে লকডাউন আরোপ করা হলে কারখানার অনেক কর্মীকে কাঁটাতার ও দেওয়াল টপকে পালিয়ে যেতে দেখা যায়। এতে কর্মী সঙ্কটে পড়ে ফক্সকন।

অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, চীনে লকডাউনের কারণে আইফোন উৎপাদন সাময়িক ব্যাহত হয়েছে। এ কারণে যে পরিমাণ নতুন আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের চালান পাওয়ার প্রত্যাশা করা হয়েছিল, তার চেয়ে কম পাওয়া যাবে।

Advertisement
Share.

Leave A Reply