fbpx

আইফোন ১৫ এর ক্যামেরায় থাকছে বিশাল চমক!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রতি সেপ্টেম্বরে নতুন পণ্যের ঘোষণা দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালের সেপ্টেম্বরে আসতে যাচ্ছে আইফোন ১৫। এরই মধ্যে আইফোন ১৫ বাজারে আনতে কাজও শুরু করেছে মার্কিন টেক জায়ান্ট। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম নাইন টু ফাইভ ম্যাক এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শোনা যাচ্ছে, এবারের আইফোনে ক্যামেরার দিকে বেশি মনোযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য তারা বিশ্বখ্যাত জাপানি প্রতিষ্ঠান সনির দ্বারস্থও হয়েছে। ফলে আইফোন ১৫ তে সনির ক্যামেরা থাকবে বলে আশা করা যাচ্ছে। সনির নাগাসাকি কারখানায় তৈরি হবে ক্যামেরাগুলো।

এই ক্যামেরায় থাকবে অ্যাডভান্সড সেন্সর। সেন্সরের প্রতিটি পিক্সেলে সাধারণ সেন্সরের তুলনায় দ্বিগুণ স্যাচুরেশন সিগন্যাল লেভেল থাকবে। ফলে ছবিতে ওভার এক্সপোজ অথবা আন্ডারএক্সপোজ হওয়ার সম্ভাবনা কম থাকবে। আলোর বিপরীতে দাঁড়িয়ে ছবি তুললেও অনায়েসেই তার সব ডিটেইল বোঝা যাবে।

আইফোন ১৪ প্রো মডেলে সেভেন পি লেন্স ব্যবহার করা হলেও আইফোন ১৫ প্রোতে থাকবে এইট পি লেন্স। এছাড়া আইফোন ১৫ আল্ট্রা মডেলে থাকবে ১০এক্স টেলিফটো ক্যামেরা। সেখানে পেরিস্কোপ লেন্স ব্যবহার করবে অ্যাপল।

Advertisement
Share.

Leave A Reply