fbpx

আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিং: ১৬ নম্বরে শান্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আইসিসি প্রকাশিত হালনাগাদকৃত সবশেষ র‍্যাংকিং অনুযায়ী ৬৮ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ১৬ নম্বরে অবস্থান করছেন টাইগার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচেই ব্যাট হাতে বেশ ধারাবাহিক ছিলেন শান্ত। তিনটি ম্যাচেই বাংলাদেশকে জয়ের বন্দরে পৌছাতে ব্যাট হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শান্ত। তিন ম্যাচে খেলেছেন যথাক্রমে ৫১, ৪৬ এবং ৪৭ রানের ইনিংস। তার এমন ধারাবাহিক পারফর্ম্যান্সের সুবাদে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হয়েছেন সিরিজ সেরা। এবার এমন দারুণ পারফর্ম্যান্সের পুরস্কার স্বরূপ আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থানে পৌছেছেন তিনি।

২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাট হাতে বেশ সফল ছিলেন শান্ত। বাংলাদেশী ব্যাটারদের মধ্যে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে তেমন ছন্দে না থাকলেও সদ্য শেষ হওয়া বিপিএলে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।

নিজের দল সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে উঠাতে রেখেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। যার ফলে হয়েছিলেন ২০২৩ বিপিএলেরও ম্যান অব দ্য টুর্নামেন্ট। ব্যাট হাতে বিপিএলের সেই ফর্মই ইংলিশদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে কাজে লাগিয়েছেন শান্ত।

Advertisement
Share.

Leave A Reply