fbpx

বাবা হত্যার বিচার চান আনোয়ারুলের মেয়ে ডরিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমার বাবার হত্যার বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এইটা আমি দেখতে চাই। তবে আমার বাবাকে যারা হত্যা করেছে, তাদের আমি দেখতে চাই।

ডিবি অফিসে হত্যার বিষয়ে জানতে ও মামলা করতে এসেছেন বলেও জানান ডরিন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কাউকে সন্দেহ করছি না। আমি চিনি না, কিন্তু আমি দেখতে চাই তারা কারা। আমি ডিবির কাছে বলেছি, আপনারা অনুসন্ধান করুন।

এর আগে আটদিন নিখোঁজের পর আজ সকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধার করে কলকাতা পুলিশ। এ ঘটনায় তিন বাংলাদেশীকে আটক করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply