fbpx

আকরাম খানের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাবেক তারকা ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব।

গৃহকর্মীর নাম সাহিদা আক্তার (২৫)। গতকাল রোববার রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায় কাফরুল থানা পুলিশ। এরপর মরদেহের সুরতহালের জন্য থানায় নেয়া হয়।

এসআই হাসিব বলেন, মহাখালী ডিওএইচএসের ৩ নম্বর রোডের বাসার কাছ থেকে আকরাম খানের গৃহকর্মীর মরদেহ শনাক্ত করা হয়।

সাহিদার স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে, তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিহত গৃহকর্মীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। তিনি ১৩ বছর ধরে আকরাম খানের বাসায় কর্মরত ছিলেন।

পুলিশ বলছে, ঘটনার সময় আকরাম খানের বাসায় কেউ ছিলেন না। তার স্ত্রী ও মেয়ে বাসায় ফিরলে সাহিদাকে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে বাসার পাশে দুই ভবনের মাঝে সাহিদাকে পড়ে থাকতে দেখেন আকরাম খানের স্ত্রী। তখনই পুলিশকে খবর দেয়া হয়। এরপর কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে সাহিদার মরদেহ।

Advertisement
Share.

Leave A Reply