fbpx

আগামীকাল থেকে টিকাদান কর্মসূচি চট্টগ্রামের বস্তিতে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামীকাল রবিবার (২১ নভেম্বর) থেকে বন্দর নগরী চট্টগ্রামের বস্তিতে শুরু হচ্ছে করোনা টিকাদান কর্মসূচি।

আজ শনিবার (২০ নভেম্বর) চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান  এ খবর নিশ্চিত করেন।

আসিফ খান জানান, রবিবার থেকে চট্টগ্রামের ঝাউতলা বস্তিতে টিকাদানের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। আগামীকাল ২১ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চার ধাপে এই টিকাদান কর্মসূচি চলবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বস্তি এলাকায় বসবাসকারী ও বিভিন্ন কারণে টিকা গ্রহণের জন্য যেতে পারেননি, তাদেরকে এই কার্যক্রমের আওতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে।

চারদিনের একেকটি দিনে কমপক্ষে ৫০০ জনকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান ডা. আসিফ খান।

Advertisement
Share.

Leave A Reply