fbpx

আগামীকাল দেশে আসছে ভারতের অনুদানের ২০টি লোকোমোটিভ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ রেলওয়ের দীর্ঘদিনের লোকোমোটিভ সংকট নিরসনে অনুদানের ২০টি ব্রডগেজ লোকোমোটিভ হস্তান্তর করবে ভারত।

অনুদান হিসেবে বাংলাদেশকে ২০টি ডিজেল চালিত ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। দেশটির সরকার গত বছরের ডিসেম্বর মাসেই লোকোমোটিভগুলো বুঝে নেয়ার অনুরোধ জানায় বাংলাদেশ রেলওয়েকে।

তবে কিছু বিষয়ে জটিলতার কারণে এতদিন সেগুলো দেশে আসেনি। অবশেষে সকল জটিলতা কাটিয়ে আগামীকাল (২৩ মে) আনুষ্ঠানিকভাবে ২০টি লোকামোটিভ বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত।

সোমবার রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৪ টায় লোকোমোটিভ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি দুই দেশের রেলমন্ত্রী যোগ দিবেন।

সোমবার (২২ মে) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিকেল ৪টায় লোকোমোটিভ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি দুই দেশের রেলমন্ত্রী যোগ দেবেন। একই সঙ্গে বাংলাদেশের দর্শনা এবং ভারতের গেদে অংশে হস্তান্তর অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারত এই রেল ইঞ্জিন সরবরাহ করতে সম্মত হয়।

এ নিয়ে গত তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে লোকোমোটিভ দিচ্ছে ভারত। এর আগে ২০২০ সালের জুলাই মাসে ভারত ১০টি লোকোমোটিভ দিয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply