fbpx

আজিমপুরে চিরনিদ্রায় শায়িত হলেন কাওসার আহমেদ চৌধুরী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে আজিমপুর কবরস্থানে। তার শেষ ইচ্ছা অনুযায়ী এখানে দাফন করার সিদ্ধান্ত নেয় পরিবার।

কাওসার আহমেদ চৌধুরী মারা যান রাজধানীর ধানমন্ডির একটি ক্লিনিকে। অনেকদিন ধরেই চিকিৎসাধীন আবস্থায় ছিলেন তিনি।

মঙ্গলবার (২২ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি মারা যান। কাওসার আহমেদ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। এছাড়া এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছেন।
‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার, আজ এই বৃষ্টির কান্না দেখে, আমায় ডেকো না ফেরানো যাবে না প্রভৃতি কালজয়ী গানের গীতিকার কাওসার আহমেদ চৌধুরী।

Advertisement
Share.

Leave A Reply