fbpx

আজ থেকে গর্ভবতী নারীরা পাচ্ছেন করোনা টিকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীরা আজ সোমবার (৯ আগস্ট) থেকে করোনা টিকা নিতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল রবিবার (৮ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনা সংক্রমণের হার মারাত্মক আকারে বেড়ে যাওয়ায় গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের করোনা টিকা নেওয়া জরুরি হয়ে পড়েছে। বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ সরকার টিকা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ অনুযায়ী গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের কোভিড-১৯ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে টিকা নেওয়ার বিষয়ে কিছু নির্দেশনা ও শর্তাবলী উল্লেখ করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো…..

* গর্ভবতী নারীকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে শুধুমাত্র হাসপাতাল বিশিষ্ট সরকারি টিকাদান কেন্দ্রে কোভিড-১৯ টিকা প্রদান করতে হবে।

* টিকা প্রদানের আগে টিকাকেন্দ্রের রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে কাউন্সেলিং সম্পন্ন সাপেক্ষে অন্তঃসত্ত্বা নারীকে টিকা প্রদান করতে হবে।

শর্তগুলো হলো………

* গর্ভবতী নারী টিকা গ্রহণের দিন অসুস্থ থাকলে তাকে কোভিড-১৯ টিকা প্রদান করা যাবে না।

* অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত গর্ভবতী নারীকে কোভিড-১৯ টিকা প্রদান করা যাবে না।

* কোনো গর্ভবতী নারীর ভ্যাকসিন অ্যালার্জির পূর্ব ইতিহাস থাকলে তাকে কোভিড-১৯ টিকা প্রদান করা যাবে না।

* কোনো গর্ভবতী নারী যদি কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণের পর এএফআই কেস হিসেবে শনাক্ত হন, তবে তাকে ২য় ডোজ প্রদান করা যাবে না।

* সম্মতিপত্রে টিকাগ্রহীতা/ আইনানুগ অভিভাবক ও কাউন্সেলিং চিকিৎসকের স্বাক্ষর ব্যতীত টিকা প্রদান করা যাবে না।

Advertisement
Share.

Leave A Reply