fbpx

আজ ফের সিলেটে ভূমিকম্প!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গতকালের পর আবারও আজ সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ নিয়ে এ অঞ্চলে গত দু’দিনে ৫ বার ভূকম্পন অনুভূত হলো।

আজ রবিবার (৩০ মে) ভোর ৪টা ৩৫ মিনিটে মৃদু মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। তবে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি ভূমিকম্পটির মাত্রা কত ছিল।

এর আগে, গতকাল শনিবার সিলেটে পর পর চারবার মৃদু ভূ-কম্পন হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টায় এতোবার ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে পুরো সিলেট জুড়ে।

বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, তারা গতকাল শুধুমাত্র চার দফা ভূ-কম্পন রেকর্ড করতে পেরেছে। বাকি দু’একটির মাত্রা কম থাকায় তা পর্যবেক্ষণে আসেনি।

সিলেট আবহাওয়া অফিস সূত্র জানায়, গতকাল সর্বশেষ দুপুর ১টা ৫৮মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। তবে, রবিবার ভোরে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা এখনো জানা যায়নি।

এদিকে, সিলেট অঞ্চলে গতকাল থেকে আজ ভোর পর্যন্ত মৃদু মাত্রার হলেও যেভাবে পাঁচ-ছয়বার ভূকম্পন অনুভূত হলো, তাতে বিশেষজ্ঞরা ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ এই এলাকায় যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশংকা প্রকাশ করেছেন।

Advertisement
Share.

Leave A Reply