fbpx

আট তলার কার্নিশে দেড় ঘণ্টা, হাত ফসকে নিচে পড়ে গেলেন রোগী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কলকাতার মল্লিকবাজারে, শনিবার বেসরকারি একটি হাসপাতালের আট তলার জানালা দিয়ে কার্নিশে উঠে পড়েন এক রোগী। বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি চোখে পড়তেই নিরাপত্তা বাহিনীকে খবর দেয়া হয়। দেড় ঘন্টা ধরে তাকে উদ্ধারের চেষ্টা করা হয়। আনা হয় হাইড্রলিক ল্যাডারও। কিন্তু কোনো লাভ হয়নি। শেষমেষ হাত ফসকে নীচে পড়ে যান ওই রোগী। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ৬ টার দিকে তার মৃত্যু হয়।

আট তলার কার্নিশে দেড় ঘণ্টা, হাত ফসকে নিচে পড়ে গেলেন রোগী

ছবি: সংগৃহীত

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই রোগী স্নায়ু রোগে আক্রান্ত। কদিন ধরেই আত্মহত্যার হুমকি দিয়ে আসছিলেন। তাকে নানারকমভাবে বোঝানোর চেষ্টা করছিলেন চিকিৎসকরা। সবার চোখ ফাঁকি দিয়ে আজ কার্নিশে উঠে পড়েন তিনি।

আট তলার কার্নিশে দেড় ঘণ্টা, হাত ফসকে নিচে পড়ে গেলেন রোগী

তাকে নেমে আসায় সাহায্য করার জন্য উদ্ধারকর্মীদের সাথে স্বজনরাও বুঝিয়েছিলেন। ছবি: সংগৃহীত

তিনি বিপজ্জনকভাবে কার্নিশে বসে ছিলেন। তাকে বোঝাতে তার স্বজনদের আনা হয়। জানালা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করা হয়। সে সময়ও ঝাঁপ দেয়ার হুমকি দেন ওই ব্যক্তি। এরপর কার্নিশ ধরে ঝুলে থেকেন। একপর্যায়ে হাত ফসকে নিচে পড়ে যান।

ওই রোগী যখন জানালা দিয়ে কার্নিশে বেরিয়ে আসেন, তাকে দেখতে মল্লিকবাজার এলাকায় হাজার হাজার মানুষ ভিড় করে। এতে তীব্র যানজট তৈরী হয়।

Advertisement
Share.

Leave A Reply