fbpx

আত্মহত্যা ঠেকাতে শিগগিরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বসবেন শিক্ষামন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা ঠেকাতে ও কাউন্সেলিং কার্যক্রম জোরদার করতে শিগগিরই বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সংগঠন উপাচার্য পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব)’ সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে দীপু মনি বলেন, ‘যে কোনও আত্মহত্যাই অনাকাঙ্ক্ষিত। অনেকক্ষেত্রে পারিবারিক প্রত্যাশার চাপ বেশি থাকে শিক্ষার্থীদের ওপর। বাবা-মায়ের মাধ্যমে শিক্ষার্থীদের শারিরীক নির্যাতনের ঘটনাও ঘটে। করোনার প্রভাবেও শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারে শিক্ষার্থীদের কাউন্সেলিং করতে হবে। মাধ্যমিকের দুই লাখ শিক্ষককে কাউন্সেলিং বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। প্রতি বিদ্যালয়ে দুই জন কাউন্সেলিং অভিজ্ঞ শিক্ষক থাকবেন।’

Advertisement
Share.

Leave A Reply