fbpx

‘আদম’-এ মুগ্ধ দর্শক, শনিবার থেকে দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি সিনেমা ‘আদম’। নির্মাতা আবু তাওহীদ হিরণ পরিচালিত এই সিনেমা ঈদে কমসংখ্যক সিনেমা হলে মুক্তি পেলেও দর্শকের ভালোবাসার কমতি ছিলনা ছবিটির প্রতি।তবে বিপত্তি হয় ঢাকার অভিজাত প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখায়। কিছু কারিগরি সমস্যার কারণে শুধুমাত্র শুক্রবারের (২৮ এপ্রিল) চলচ্চিত্রটির শো বন্ধ থাকবে এখানে।

শনিবার (২৯ এপ্রিল) থেকে যথারীতি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখায় ‘আদম’ চলচ্চিত্র প্রদর্শিত হবে। সিনেমা হল সংকটের মধ্যেও ঈদে সর্বাধিক আটটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। সাম্প্রতিক এতো সংখ্যক সিনেমা এক দিনে মুক্তির ঘটনা বিরল! ঈদের কয়েকটি প্রেক্ষাগৃহের খবর নিয়ে জানা যায়, ঈদে মুক্তিপ্রাপ্ত ৮টি সিনেমায় দর্শক দেখছেন। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ‘আদম’ সিনেমার ক্ষেত্রে। গল্প নির্ভর চলচ্চিত্র যেসকল দর্শক দেখতে চায় তারাই মূলত ‘আদম’ দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছে। দর্শকদের অনেকের ভাষ্য, ‘গল্পই চলচ্চিত্রটির প্রাণ। বেশ কয়েকটি সিনেমা হলে হাউসফুল শো পেয়েছেন হল মালিকেরা।

চলচ্চিত্রটি মুক্তির ঠিক কয়েকদিন আগে অভিযোগ উঠেছিল- ইসলাম ও হিন্দু ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাতের। মূলত ট্রেইলার প্রকাশের পর এমন অভিযোগ উঠে। তবে যারা ‘আদম’ চলচ্চিত্রটি দেখছেন তাদের মতে, এমন কোন বিষয় চলচ্চিত্রটির দৃশ্যে নির্মাতা তুলে ধরেননি যেটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে। ‘আদম’র গল্প ভালো, নতুন প্রজন্মের অভিনয় শিল্পীদের অভিনয়ও তৃপ্তি দিয়েছে তাদের।

‘আদম’ চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য প্রমুখ।

হল থেকে বের হয়ে দর্শকরা বলেছেন মন জয় করে নিয়েছে ‘আদম’। সিনেমায় ইয়াশ রোহান ও ঐশীকে দেখে একেবারে মুগ্ধ দর্শক। গল্প ও নির্মাণ সব মিলিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো-র পরই থেকেই আলোচনায় রয়েছে ঈদের অন্য ছবিগুলো মতো ‘আদম’ ছবিটিও।

Advertisement
Share.

Leave A Reply