fbpx

আফগানিস্তানে নিরাপত্তা ঝুঁকিতে সাধারণ মানুষ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানে তিনটি প্রদেশে সরকারি বাহিনী ও জঙ্গি গোষ্ঠী তালেবানের সংঘর্ষ তীব্র হওয়ায় নিরাপত্তার ঝুঁকিতে পড়েছেন বাসিন্দারা। আফগান সেনাদের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

তালেবান গোষ্ঠী এখন চেষ্টা করছে প্রদেশগুলোর রাজধানী নিয়ন্ত্রণে নিতে। এরই মধ্যেই বেশ কয়েকটি জেলা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করছে গোষ্ঠীটি।

সংঘর্ষ চলছে কান্দাহারেও। দুই পক্ষের পাল্টা হামলায় এখানে ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা স্পিন বলদাক এলাকাসহ তিনটি ভিন্ন ভিন্ন জায়গায় রাতভর সহিংসতা হয়েছে। আফগান বাহিনীর দাবি, রাতভর অভিযানে অন্তত ৩৫ জন তালেবান সদস্য নিহত হয়েছে।

তবে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ তিন জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে। আহত হয়েছে আরও ১৮ জন।

পরিস্থিতি বিবেচনায়, প্রেসিডেন্ট আশরাফ ঘানি আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বলে আশা করা হচ্ছে।

চলতি বছর আগস্টের মধ্যে আফগানিন্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা আসার পর থেকেই বিভিন্ন এলাকায় তৎপরতা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠী তালেবান।

Advertisement
Share.

Leave A Reply