fbpx

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে আড়াই হাজারে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা আড়াই হাজারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পে ১২টির বেশি গ্রামে ৬০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। চার হাজার ২০০ জনেরও বেশি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রোববার দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৪৪৫ জন হয়েছে। তবে তিনি আহতের সংখ্যা সংশোধন করে আরও ২০০ বেশি বলে জানিয়েছেন। এর আগে তিনি ৯ হাজার ২৪০ জন আহত হওয়ার খবর জানান।তিনি আরও বলেন, ভূমিকম্পে এক হাজার ৩২০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

১০টি উদ্ধারকারী দল কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েক। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য তাঁবু এবং খাদ্য ও চিকিৎসা সামগ্রী জরুরি। আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।

 

 

Advertisement
Share.

Leave A Reply