fbpx

আফগানিস্তান: চলতি মাসেই সেনা সরিয়ে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তান থেকে ৩১ আগস্টের মধ্যেই মার্কিন সেনাদের সরিয়ে নেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার সেনা প্রত্যাহার প্রসঙ্গে বাইডেন বলেন, ‘যত তারাতাড়ি আমরা শেষ করব , তত ভাল।’

মার্কিন গণমাধ্যম বলছে, এর মধ্যেই কাবুল থেকে অনেক সেনা সরিয়ে নেয়া হয়েছে। এতে উদ্ধার অভিযানে তেমন কোনো ব্যঘাত ঘটেনি। এরই মধ্যে কাবুল থেকে ৭০ হাজার ৭শ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। তালেবান গোষ্ঠী এই উদ্ধার অভিযানের সময়নীমা বাড়ানোর জন্য অস্বীকৃতি জানিয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন বলেন,’তালেবান আমাদের জনগণকে বের করে আনার পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানকে কাজ দিয়েই বিচার করবে। আমরা কেউ তালেবানের কথায় আস্থা রাখছি না।’

জো বাইডেন বলেন, মার্কিন সেনারা বেশিদিন দেশটিতে থাকলে গোষ্ঠীটির হামলার ঝুঁকি বাড়বে।

Advertisement
Share.

Leave A Reply