fbpx

আবারও একদিনে সর্বোচ্চ শনাক্ত ৮ হাজার ৮২২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তিনদিনের মাথায় আবারও করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ রেকর্ড দেখলো দেশ। বুধবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮ হাজার ৮২২ জন। যা এযাবৎকালের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্ত রোগীর সংখ্যা। এর আগে ২৮ জুন ৮ হাজার ৩৬৪ জন সর্বোচ্চ রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও ১১৫ জনের। এরমধ্যে পুরুষ ৭২ জন ও নারী ৪৩ জন। এর আগে ২৭ জুন একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করা হয় ১১৯ জন।

মৃত ১১৫ জনের মধ্যে খুলনা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ২৩ জন করে, ঢাকা বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ১১ জন মারা গেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১৪ হাজার ৫০৩ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে ৫৬৫ টি পরীক্ষাগারে ৩৫ হাজার ১০৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৮২২ জনের দেহে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন।

বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে একদিনে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৫৫০ জন। একদিনে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৮ শতাংশ। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন রোগী।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এরপরের বছর ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ই মার্চ।

Advertisement
Share.

Leave A Reply