fbpx

আবারও কমলো স্বর্ণের দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাত্র পাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৫০ টাকা কমে স্বর্ণের দাম ৭৭ হাজার ৯৯ টাকায় নেমে এসেছে।

মঙ্গলবার থেকেই দেশের বাজারে নতুন এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা জানান, আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে সব মানের স্বর্ণের দাম কমানো হয়েছে।

গত ৮ মার্চ দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস। আর ৪ মার্চ ভরিতে বেড়েছিল ৩ হাজার ২৬৫ টাকা।

এরপর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমতে শুরু করে। সেই সাথে বাংলাদেশেও দাম কমা শুরু করে। গত ১৫ মার্চ দেশের বাজারে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। সোমবার আরও ১ হাজার ৫০ টাকা কমিয়েছে।

বাজুসের সাধারণ সম্পাদক বলেন, ‘যুদ্ধের ডামাডোলে আন্তর্জাতিক বাজারে প্রতি মুহূর্তে গোল্ডের দাম ওঠানামা করছে। এই বাড়ছে তো, ওই কমছে। দুই সপ্তাহ ধরে নিম্নমুখী। সে কারণে আমরাও কমিয়েছি।’

সোমবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হবে।

মঙ্গলবার থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৭৭ হাজার ৯৯ টাকা। সোমবার পর্যন্ত এই মানের স্বর্ণ ৭৮ হাজার ১৪৯ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণের দাম একই পরিমাণ কমিয়ে ৭৩ হাজার ৬০০ টাকায় নামিয়ে আনা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমে দাঁড়িয়েছে ৬৩ হাজার ১০২ টাকায়। মঙ্গলবার পর্যন্ত ৬৪ হাজার ৩৫ টাকায় বিক্রি হয়েছে।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫৮ টাকা কমে হয়েছে ৫২ হাজার ৬০৫ টাকা। ৫৩ হাজার ৩৬৩ টাকায় বিক্রি হয়েছে এই ক’দিন।

তবে রুপার দাম আগের মতোই আছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা। ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply