fbpx

আবারও খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আরও একবার খুলনার নগরপিতা হিসেবে নির্বাচিত হয়েছেন তালুকদার আব্দুল খালেক। বরিশাল সিটির মতো খুলনাতেও জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী।

সোমবার (১২ জুন) সন্ধ্যায় খুলনার রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

খুলনার নতুন মেয়র নৌকা প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

আজ সকাল ৮টা থেকে খুলনা সিটিতে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বড় ধরনের কোনো সংঘাত ছাড়াই অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে বিকাল ৪টায় শেষ হয় নির্বাচন। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহনের পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় ফল প্রকাশ হয়।

খুলনা সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তালুকদার আব্দুল খালেক (বাংলাদেশ আওয়ামী লীগ, নৌকা প্রতীক), মো. আ. আউয়াল (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা), মো. শফিকুল ইসলাম মধু (জাতীয় পাটি, লাঙ্গল),  এস এম শফিকুর রহমান (স্বতন্ত্র, টেবিল ঘড়ি) এবং এস এম সাব্বির হোসেন (জাকের পার্টি, গোলাপ ফুল)।

নির্বাচনে নগরীর ৩১টি ওয়ার্ডে ২৮৯ ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোটগ্রহণ হয়। ভোটকেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য মোট ২ হাজার ৩১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

নির্বাচন কমিশনের পাশাপাশি খুলনা সিটির নির্বাচন পর্যবেক্ষণ করেছে বেসরকারি দুটি সংস্থার ২০ জন প্রতিনিধি। ভোটগ্রহণ কার্যক্রমে জড়িত ছিলেন ৫ হাজার ৭৬০ জন কর্মকর্তা।

Advertisement
Share.

Leave A Reply