fbpx

আবারও বাড়লো সোনার দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবারও বেড়েছে সোনার দাম। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরিতে ১ হাজার ৭৪৯ হাজার টাকা বেড়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৮ হাজার ৪৪৪ টাকা যা আগামীকাল বৃহস্পতিবার (৮ জুন) থেকে কার্যকর হবে।

বুধবার (৭ জুন) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বেড়ে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৯৫৪ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৫৪০ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম উঠে ৯৯ হাজার ১৪৪ টাকায়।

Advertisement
Share.

Leave A Reply