fbpx

আমদানিতে শুল্ক বাড়ল পেঁয়াজের, কমলো চালের  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে চালের ঘাটতি মেটাতে আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পেঁয়াজ আমদানিতে শুল্ক বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এনবিআর থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ধরনের চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। আর পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে। ফলে পেঁয়াজে ১০ শতাংশ শুল্ক দিতে হবে।

এছাড়া করোনার সুরক্ষা সামগ্রী আমদানিতে কর ছাড়ের সুবিধা বাড়ানো হয়েছে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।

উল্লেখ্য, দেশের সাধারণ কৃষকদের কথা চিন্তা করে পেঁয়াজ আমদানিতে নতুন করে শুল্ক বাড়ানোর জন্য এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ভারত থেকে পেঁয়াজ আমদানি এবং সামনে পেঁয়াজের মৌসুম থাকায় শুল্ক আরোপ করার জন্য এ সুপারিশ করা হয়।

Advertisement
Share.

Leave A Reply