fbpx

আরও তিনজনের শরীরে করোনার ভারতীয় ধরন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে আরও তিনজনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তাদের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট বি ১.৬১৭.২ পাওয়া যায়।

ভারতফেরত এই তিনজন যশোর ও নড়াইলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। আজ মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের স্পাইক প্রোটিনের সিকোয়েন্সিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার তথ্য জানানো হয়েছে।

জেনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ জানান, যশোর জেনারেল হাসপাতাল থেকে গত ১২ মে দুই জনের নমুনা ও ১৬ মে নড়াইল থেকে একজনের নমুনা পাঠানো হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটি উদ্বেগজনক ভ্যারিয়েন্ট। এ ভ্যারিয়েন্ট ইতিমধ্যে ৬০টি দেশে ছড়িয়েছে। ডাবল মিউট্যান্ট না হলেও এটি উদ্বেজনক।

Advertisement
Share.

Leave A Reply