fbpx

আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ২৪ ঘণ্টা দেশের আকাশ মেঘলাসহ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়া  বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল ১৪ নভেম্বর (সোমবার) রাতে  এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ  উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও বলা হয়েছে, আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisement
Share.

Leave A Reply