fbpx

আরো ১০ মৃত্যু, নতুন শনাক্ত ৩৮৮, সুস্থ ৭শ’১৭

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। আর এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৪২ জন। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে একদিনে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বুধবার এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে শনাক্তের  হার কমেছে। গত ২৪ ঘন্টায় মৃত ১০ জনসহ দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২৩৯ জনে দাঁড়িয়েছে। আর এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।

এদিকে, গতকাল মঙ্গলবার করোনায় শনাক্তের হার ছিল ২ দশমিক ৬৭ শতাংশ। আজ একদিনে এই হার কমে হয়েছে ২ দশমিক ৫৯ শতাংশ। আর আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার গতকালের মতো আজও ১ দশমিক ৫৩ শতাংশ রয়েছে।

একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ২০৬টি ল্যাবে ১৪ হাজার ৯৯৯টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ৯২ হাজার ২৪১টি নমুনা।

Advertisement
Share.

Leave A Reply