fbpx

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের বিরুদ্ধে হলিউডে প্রতিবাদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের বাড় বাড়ন্তে এবার দুশ্চিন্তায় হলিউড। কাজ হারানোর ভয়ে গোটা হলিউডে প্রতিবাদের ডাক। আর শুধু প্রতিবাদই নয়, পয়লা মে তারিখ থেকে একটানা ধর্মঘটের ডাক দিয়েছেন হলিউডের কাহিনিকার ও চিত্রনাট্যকারদের একটা বড় অংশ। এই ধর্মঘটে সামিল হয়েছেন টিভি ও সিনেমা ইন্ডাস্ট্রিও। হলিউড রিপোর্টারের খবর অনুযায়ী, প্রায় ১৫ বছর পর ফের ধর্মঘটের পথে হেঁটেছে হলিউডের টিভি ও সিনেমা ইন্ডাস্ট্রি।

তাদের দাবি, বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধার ব্যবহারের কারণে প্রভাবিত হচ্ছে ইন্ডাস্ট্রি। তাই পারিশ্রমিক সুনিশ্চিত করা ও এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রিত করতে হবে।

হলিউড সিনেমায় এআইয়ের ব্যবহার নতুন নয়। সেখানে তৈরি সাই-ফাই ছবিগুলোতে এআইয়ের ব্যবহার নিত্য। এমনকি, এআইয়ের দাপট পৃথিবীতে বাড়লে কী হতে— পারে তা নিয়েও বহু ছবি তৈরি হয়েছে হলিউডে। এবার সেই অনিশ্চিয়তা নিয়েই ভুগছে গোটা হলিউড।

Advertisement
Share.

Leave A Reply