fbpx

আলোচিত সিনহা হত্যা মামলার রায় আজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সেনাবাহিনীর অবসর প্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় আজ। ২০২০ সালের ৩১ জুলাই রাতে, টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন তিনি। ঘটনার দেড় বছর পর, সোমবার এই হত্যা মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে আদালত।

আলোচিত এই হত্যা মামলার রায় নিয়ে মানুষের মধ্যে কৌতুহল ও আলোচনা আছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা রায়ে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ১৫ জন আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে।

করোনা মাহামারির মধ্যেও স্বল্প সময়ের মধ্যে সিনহা হত্যা রায়ে দেশের একটি মাইলফলক হয়ে থাকবে। সিনহা হত্যা রায় উপলক্ষে কক্সবাজারে ছুটে গেছেন দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

কক্সবাজারের সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে কড়া নিরাপত্তা থাকবে। মোতায়েন করা হবে অতিরিক্ত ফোর্স। আদালত প্রাঙ্গনে সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হবে।

Advertisement
Share.

Leave A Reply