fbpx

আসছে ‘রিকশা গার্ল’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অমিতাভ রেজা নির্মিত সিনেমা ‘রিকশা গার্ল’ দেশের বাইরে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে, হয়েছে পুরস্কৃত।স্বাভাবিকভাবেই সিনেমাটি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দেশের দর্শকেরা। অবশেষে দর্শকদের অপেক্ষা বোধ হয় ফুরোতে চললো। জানুয়ারি মাসে দেশের সিনেমা হলে ছবিটি মুক্তি দেবেন বলে জানান নির্মাতা।

অমিতাভ রেজা বলেন, ‘সেন্সর ছাড়পত্রের জন্য অপেক্ষা করছি আমরা। জানুয়ারিতেই ছবিটি মুক্তি দিতে চাই। ছাড়পত্র পেলে দিনক্ষণ চূড়ান্ত করব।’

দেশের বাইরের চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে ছবিটির ইংরেজি ভার্সন। আর দেশের জন্য তৈরি করা হয়েছে বাংলায়।

‘রিকশা গার্ল’ নির্মিত হয়েছে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য অবলম্বনে। নাইমা নামের এক কিশোরীর জীবনযুদ্ধ ঘিরে আবর্তিত হয়েছে এ সিনেমার গল্প। শিল্পী নভেরা রহমান সিনেমাতে নাইমা চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।

সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ, নির্মিত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায়। সিনেমার প্রযোজকেরা হলেন জিয়াউদ্দিন আদিল, ফরিদুর রেজা সাগর এবং এরিক জে অ্যাডামস।

Advertisement
Share.

Leave A Reply