fbpx

আড়াইশো কোটি টাকার মূলধন পাচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মূলধনের ঘাটতি কমাতে ২৫০ কোটি টাকা পাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন পল্লী সঞ্চয় ব্যাংক। সম্প্রতি কিছু শর্ত আরোপ করে অর্থবিভাগ একটি চিঠি ইস্যু করেছে।

দেশের গরীব কৃষক, প্রবাস ফেরত কর্মী, ব্যবসার মাধ্যমে তরুণ বেকার জনগোষ্ঠীর চাকরি ও কর্মসংস্থান সৃষ্টিতে এই ঋণ বিতরণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

শর্ত অনুসারে, তহবিল বিতরণের পর পল্লী সঞ্চয় ব্যাংকে অর্থবিভাগে বিস্তারিত সারাংশ জমা দিতে হবে। পরে সরকারের বিদ্যমান নীতি ও আইনের মধ্যেই এই অর্থ বিতরণ করতে হবে।

করোনার অতিমারির কারণে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেট থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। যেখানে পল্লী সঞ্চয় ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০০ কোটি টাকা।

দেশের দরিদ্র মানুষ এই ব্যাংকে টাকা জমা করে উদ্যোক্তা হতে পারে, সেজন্য দারিদ্র দূর করতে ব্যাংকটি কাজ করে যাচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply