fbpx

আ.লীগের সম্মেলন, আখাউড়ায় বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা।

সেখানকার ব্যবসায়ীদের দুই সংগঠন শনিবার (১২ মার্চ) আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে এক নোটিশ দিয়েছে।

স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফার স্বাক্ষরিত সেই নোটিশ বন্দর কর্তৃপক্ষকেও পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আখাউরা পৌরসভার মেয়র এবং স্থলবন্দরকেন্দ্রীক ওই দুই সংগঠনের প্রধান উপদেষ্টা তাকজিল খলিফা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় শনিবার নির্বাচনের দিন বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে, যাতে সম্মেলনের দিন আমদানি-রপ্তানিকারকরাসহ সব শ্রমিক উপস্থিত থাকতে পারেন।বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।

আ.লীগের সম্মেলন, আখাউড়ায় বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  

আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সম্মেলনের দিন শনিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পরদিন থেকে যথারীতি তাদের কাজ চলবে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমদানি-রপ্তানি বন্ধের বিষয়ে আমরা কোনো নোটিশ দিইনি।তবে ব্যবসায়ী সংগঠনের দেওয়া নোটিশের কথা আমরা জানতে পেরেছি। এটা আমাদের কোনো বিষয় নয়।’

Advertisement
Share.

Leave A Reply