fbpx

ইউএনওর বাসভবনে হামলায় জড়িতদের ছাড় নয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বরিশালে ইউএনও’র সরকারি বাসভবনে হামলায় জরিতদের কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

১৯ আগস্ট (বৃহস্পতিবার) রাজধানী উচ্চ বিদ্যালয়ে শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,  ‘ইউএনও’র বাসভবনে হামলার বিষয়টি তদন্তাধীন। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে কার ভূমিকা কী ছিল। তবে এর সাথে জরিতদের কোন ছাড় নয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দোষী ও প্ররোচনাকারীদের শাস্তি হবে বলেও জানান মন্ত্রী।’

গতকাল ১৮ আগস্ট (বুধবার) রাত ১০ টার দিকে  বরিশাল নগরীর সিঅ্যান্ডবি সড়ক এলাকার সদর উপজেলা চত্বরের ইউএনওর বাসভবনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালায়। দুই দফায় জেলা ছাত্রলীগের কয়েক’শ নেতা-কর্মী ইউএনওর বাসভবনে হামলা চালান বলে অভিযোগ করেন ইউএনও। হামলায় ইউএনওর বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন আনসার সদস্য আহত হন। ছাত্রলীগের দাবি, এ সময় তাদের অন্তত ৩০ জন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

ওই ঘটনায় ছাত্রলীগের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করে দুটি মামলা হয়েছে। ইতিমধ্যে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যখনই কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, তখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পরিস্থিতি স্বাভাবিক করা। বরিশালের ঘটনা যে পর্যায়ে গিয়েছিল, এতে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। তবে এঘটনায় কারও প্ররোচনা ছিল কি-না, তা মামলার তদন্ত শেষে বলা যাবে বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply