fbpx

ইউক্রেনের কাছে যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাংক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া আব্রামস ট্যাংকের প্রথম চালান হাতে পেয়েছে ইউক্রেন সেনাবাহিনী। গতকাল সোমবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা নিশ্চিত করেছেন।

এই ট্যাংকের মাধ্যমে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর ধীরগতিতে চলা পাল্টা আক্রমণ জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

রুশ বাহিনীর দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে গত জুলাইয়ের শুরুর দিকে পাল্টা আক্রমণ শুরু করে কিয়েভ। এর আগে পশ্চিমা দেশগুলো এ হামলার জন্য ইউক্রেনের বেশ কয়েক ব্যাটালিয়ন সেনাকে প্রশিক্ষণ দেয়। পশ্চিমা দেশগুলোর প্রতিশ্রুত কিছু অস্ত্রও হাতে পায় কিয়েভ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের কাছ থেকে সুখবর পাওয়া গেছে। ইতিমধ্যেই ইউক্রেনে পৌঁছে গেছে আব্রামস ট্যাংক। আমাদের সেনা ব্রিগেডগুলোর সক্ষমতা বাড়াতে সেগুলোকে প্রস্তুত করা হচ্ছে।’

তবে কতগুলো আব্রামস ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি জেলেনস্কি।

চলতি বছরের শুরুতে কিয়েভকে ৩১টি আব্রামস ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওয়াশিংটন। গত ১৮ মাসে ইউক্রেনকে ৪ হাজার ৩০০ কোটি ডলারের নিরাপত্তা সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এসব ট্যাংকের

সঙ্গে সাঁজোয়া যানবিধ্বংসী ইউরেনিয়ামসমৃদ্ধ ১২০ মিলিমিটারের গোলাও সরবরাহ করা হবে।

Advertisement
Share.

Leave A Reply