fbpx

দীঘি ফিরছেন দেশে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হাটি হাটি পা পা করে ঢাকাই সিনেমার শিশু শিল্পী দীঘি বড় হয়ে গেলো। এরইমধ্যে দীঘি অভিনীত দুইটি সিনেমা ‘তুমি আছো, তুমি নেই’, ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ মুক্তি পেয়েছে যেখানে দীঘি প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

এমনকি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবরের জীবনী নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘বঙ্গবন্ধু’ তে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরত্রে অভিনয় করছেন। মুম্বাইতে তার অংশের শুটিং শেষে আজ ঢাকা ফিরছেন দীঘি।

দীঘি ফিরছেন দেশে

প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: দীঘির ফেসবুক ওয়াল থেকে

গতকাল রাতে তিনি ফেসবুক লাইভে এসে তার ভক্তদের জানান, আজ(১০ এপ্রিল) তিনি দেশে ফিরছেন।

দেশে ফেরার খুশিতে তিনি আত্মহারা। সেই সাথে মুম্বাইতে কাটানো সুন্দর দিনগুলিও তিনি মিস করবেন জেনে কিছুটা বিমর্ষ।

দীঘি বলেন, সবার ছোট হওয়ায় তার প্রতি সকলে যে ভালোবাসা দেখিয়েছে এটা ভোলার নয়। তার মত ছোট মেয়েকে যেভাবে দেশের বাইরেও ভালোবাসা দেখানো হয়েছে, সবাই খোঁজ নিয়েছেন নিয়মিত, এমন আন্তরিকতা তিনি কখনো ভুলবেন না।

দীঘি ফিরছেন দেশে

ছবি: দীঘির ফেসবুক ওয়াল থেকে

কাজী হায়াত পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমা দিয়ে শিশু শিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হয় দীঘির। তারপর, একের পর এক সিনেমা করে গেছেন শিশুশিল্পী হিসেবে। অবশেষে তিনি শিশুশিল্পীর খোলস থেকে বেরিয়ে আসেন ‘তুমি আছো, তুমি নেই’ সিনেমার ভেতর দিয়ে।

Advertisement
Share.

Leave A Reply