fbpx

ইউক্রেনের বন্দর শহরে রাশিয়ার বোমাবর্ষণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেনের বন্দর শহর ওডেসায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ বোমাবর্ষণ চালিয়েছে রাশিয়ান বাহিনী। চারটি ক্ষেপণাস্ত্র ও ২২টি ড্রোন ছোড়া হয় অধিকৃত ক্রিমিয়া অঞ্চল থেকে। ইউক্রেনের বিমান বাহিনী সোমবার জানায়, রোববার রাতে ক্রিমিয়া থেকে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউকেনের কৃষ্ণ সাগর বন্দরে হামলা চালায়।

হামলায় অন্তত আটজন আহত হয়েছেন, শস্যের ক্ষতি হয়েছে এবং ১২৪ বছরের পুরনো ওডেসা ফাইন আর্টস মিউজিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী বলছে, ১৫টি শাহেদ ড্রোন এবং একটি কে-৫৯ এয়ার গাইডেড ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল চিফ স্টাফ আন্দ্রেই ইয়েরমাক সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংসযজ্ঞের ছবি পোস্ট করে হামলার প্রতিশোধের অঙ্গীকার জানান।

ইউক্রেন সম্প্রতি সেভাস্তোপলে রুশ নৌ ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে, শীতের আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে শীত সামনে রেখে নির্দিষ্ট কয়েকটি লক্ষ্যে রাশিয়ার বিমান হামলা বেড়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো বলেন, ২০টি আবাসিক ভবন, ওডেসা ফাইন আর্টস মিউজিয়াম এবং বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি গুদাম ও ট্রাকে আগুন ধরে যায়, যা পরে দ্রুত নেভানো হয়।

Advertisement
Share.

Leave A Reply