fbpx

ইউক্রেন নিয়ে রাশিয়াকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে তাহলে মস্কোকে ‘ভয়াবহ মূল্য’ দিতে হবে বলে সতর্ক করলো যুক্তরাষ্ট্র।

ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের তৎপরতাকে কেন্দ্র করে দুই দেশের উত্তেজনার মধ্যে এমন মন্তব্য করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

বৃহস্পতিবার স্টকহোমের বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এই সতর্কবার্তা পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি।

ব্লিনকেন বলেন, ইউক্রেনসহ বিভিন্ন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শিগগিরই বৈঠক হতে পারে।

রাশিয়া তাদের সীমান্তের কাছে ৯০ হাজারেরও বেশি সেনা পাঠিয়েছে। এবং তারা হামলার পরিকল্পনা করছে বলে দাবি ইউক্রেনের। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। মস্কো বলছে, ইউক্রেনের ওপর রুশ হামলা নিয়ে যে জল্পনা-কল্পনা চলছে তা ভিত্তিহীন। নিজেদের ভূখন্ডে প্রয়োজন অনুযায়ী যতখুশি সেনা সমাবেশ করতে পারেন বলেও জানিয়ে দিয়েছে রাশিয়া।

Advertisement
Share.

Leave A Reply