fbpx

ইউক্রেন সংকটের ‘মূল উসকানিদাতা’ যুক্তরাষ্ট্র: মস্কোয় চীনা রাষ্ট্রদূত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রকে ইউক্রেন সংকটের “মূল উসকানিদাতা” হিসেবে উল্লেখ করেছে চীন। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর পশ্চিমাদের কোপানলে পড়া রাশিয়া চীনকে মিত্র হিসেবে পাশে চাইছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে মস্কোয় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং হানহুই অভিযোগ করেন, রাশিয়াকে কোনঠাসা করতে চাইছে যুক্তরাষ্ট্র। ন্যাটো প্রতিরক্ষা জোটের সম্প্রসারণ, মস্কোর বদলে ইউক্রেনকে সমর্থনে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার মাধ্যমে এগুলো করছে ওয়াশিংটন।

ঝাং বলেন, ইউক্রেন সংকটের প্ররোচনাকারী ও প্রধান উসকানিদাতা হয়েও যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা, ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে।

চীনা দূত আরও বলেন, তাদের চূড়ান্ত লক্ষ্য হলো দীর্ঘস্থায়ী যুদ্ধ ও নিষেধাজ্ঞায় ফেলে রাশিয়াকে নিঃশেষ করে দেয়া।

সাক্ষাৎকারে চীনা দূত বলেন, চীন-রাশিয়ার সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থায় আছে। দ্বিপক্ষীয় আস্থা রয়েছে সর্বোচ্চ পর্যায়ে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ফেব্রুয়ারিতে বেইজিং সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন। একই সময় ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ শুরু করে রাশিয়া।

Advertisement
Share.

Leave A Reply