fbpx

ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের আহ্বান রাশিয়ার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মারিউপোলে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া। রবিবার সকাল ৬ টা থেকে বেলা ১টার মধ্যে অস্ত্র সমর্পণ করলে সেনাদের জীবনের নিশ্চিয়তা দেয়া হবে বলেও জানানো হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে এই তথ্য।

মস্কোর পক্ষ থেকে জানানো হয়, রুশ বাহিনী শহরটি প্রায় নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। ইউক্রেনে রুশ অভিযানের প্রায় দুই মাস হতে চললো। মারিউপোলের মতো গুরুত্বপূর্ণ শহর নিজেদের হাতে নিতে পারলে এটা হবে সবচেয়ে বড় নিয়ন্ত্রণ।

সোমবার থেকে মারিউপোলে আরও কড়াকড়ি আরোপ করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে মস্কো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই জানিয়েছেন, মারিউপোলে ইউক্রেনের সেনাদের নিশ্চিহ্ণ করার অর্থ হচ্ছে আলোচনার ইতি টেনে দেয়া।

রুশ বাহিনী ইউক্রেনের রাজধানীতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করেছেন কিয়েভের মেয়র। সেই সাথে যারা শহর ছেড়ে পালিয়েছেন, তাদের ফিরে না আসারও অনুরোধ করেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply