fbpx

ইতালিতে ভবনের ওপর প্লেন বিধ্বস্ত, নিহত ৮

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইতালির উত্তরাঞ্চলীয় মিলান শহরের কাছে আবাসিক ভবনে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৮ জন। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই ফ্রান্সের নাগরিক।

স্থানীয় সময় রবিবার (৩ অক্টোবর) দুপুরে মিলানের লিনেট সিটি এয়ারপোর্টে অবতরণের সময় দুই তলা ভবনের ওপর বিধ্বস্ত হয় বিমানটি। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বিবিসির খবরে এসব তথ্য দেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, প্লেনটির পাইলট ছিলেন ৬৮ বছর বয়সী রোমানিয়ার ধনকুবের ড্যান পেট্রেস্কু। দুর্ঘটনায় ওই পাইলট, তার স্ত্রী এবং তাদের ছেলেসহ প্লেনের সব আরোহী নিহত হয়েছেন।

জানা যায়, মিলান শহরের কাছে দুইতলা একটি ভবনে দুপুর একটার দিকে বিকট শব্দে আগুন ধরে যায়। মুহূর্তেই চারপাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায়। পরে পুলিশ জানায়, ৮ জন আরোহী নিয়ে একটি ব্যক্তিগত বিমান লিনেট সিটি এয়ারপোর্টে অবতরণের সময় আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় ভবনটি খালি পড়ে ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে আলাদাভাবে তদন্ত শুরু করেছে ইতালির এভিয়েশন বিভাগ ও নিরাপত্তা বাহিনী।

Advertisement
Share.

Leave A Reply