fbpx

‘ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট’ লেখা বাদ দেয়ার নির্দেশ ভারত সরকারের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরনকে ‘ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট’ হিসেবে লেখার জন্য আপত্তি তুলেছে ভারত সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থাগুলোর লেখা ও পোস্টে যেখানে ‘ইন্ডিয়ান ভ্যারিয়্যান্ট’ কথাটি রয়েছে সেগুলো মুছে ফেলার আহ্বান জানানো হয়েছে। সংবাদ মাধ্যম বিবিবি এই তথ্য দিয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস দেড় বছরে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এই সময়ের মধ্যে বহুবার ভাইরাসটি তার ধরন পরিবর্তন করেছে।

এর মধ্যে গত বছর ভারতে এর যে পরিবর্তিত রূপ শনাক্ত হয়েছে, তার আনুষ্ঠানিক নাম বি.১.৬১৭। তবে এটি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বা ভারতীয় ভ্যারিয়েন্ট বলেই পরিচিত পেয়েছে।

একই রকম করে যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ধরনগুলোও ‘ইউকে ভ্যারিয়েন্ট’ ‘ব্রাজিল ভ্যারিয়েন্ট’ ও ‘সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট’ হিসেবে পরিচিতি পায়।

শুরুর দিকে ভারত সরকার নিজ দেশের গণমাধ্যমগুলোকে ‘ ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট’ লিখতে নিষেধ করেছিল। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও একে মুছে ফেলার আহ্বান জানানো হয়।

Advertisement
Share.

Leave A Reply