fbpx

ইরফান সেলিমের জামিন নামঞ্জুর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইরফান সেলিমকে হাইকোর্টের দেওয়া জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান রবিবার (২৮ মার্চ) এই স্থগিতাদেশ দেন। গেল ১৮ মার্চ হাইকোর্টের দেওয়া রায়ের বিপরীতে রাষ্ট্রপক্ষ আবেদন করলে সর্বোচ্চ আদালত এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

ইরফান সেলিমের আইনজীবী সৈয়দ আহমেদ রেজা গণমাধ্যমকে বলেন, সর্বোচ্চ আদালতের এই স্থগিতাদেশের পর ইরফান সেলিম কারাগার থেকে বের হতে পারবেন না।

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান নিজের ওপর হামলার অভিযোগ এনে ধানমন্ডি থানায় মামলা করেন। সেখানে সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ (৩৭) আরও তিন জনকে আসামি করা হয়।

সে দিনই রাজধানীর পুরান ঢাকায় নিজ বাসভবন থেকে ইরফান সেলিমকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল।

ইরফান সেলিমের আবেদনের প্রেক্ষিতে গত ১৮ মার্চ তার জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে গত ২৩ মার্চ আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

Advertisement
Share.

Leave A Reply