fbpx

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমির বাগদাদের বাসভবনে ড্রোন হামলা হয়েছে। তবে তিনি সুরক্ষিত আছেন  বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এমনটি জানিয়েছে।

মোস্তফা আল-কাদিমি বলেছেন, রাজধানী বাগদাদে নিজের বাড়িতে হামলার পর তিনি সুরক্ষিত আছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনটি রাজধানী বাগদাদের গ্রিনজোনে অবস্থিত। ওই এলাকা সুরক্ষিত হলেও সেখানে বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে তাকে হত্যার চেষ্টা করে।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আল-কাদিমিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

একটি টুইট বার্তায় তিনি ইরাকের স্বার্থে সকলের কাছ থেকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ড্রোন হামলায় ইরাকি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা দলের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি বলছে, বাগদাদের ওই গ্রিনজোনে বেশিরভাগ সরকারি দফতর এবং বিদেশি দূতাবাস অবস্থিত। এমন সুরক্ষিত এলাকায়  প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

মোস্তফা আল-খাদিমি গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি দেশটির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।

Advertisement
Share.

Leave A Reply