fbpx

ইসরাইলে সবচেয়ে বেশি করোনার ভ্যাকসিন প্রয়োগ হয়েছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইসরাইলে ১০ লাখেরও বেশি মানুষের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, দেশটির প্রতি একশ জনের ১১ দশমিক ৫৫ জনই ভ্যাকসিন নিয়েছে। সে হিসেবে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি মানুষ ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ইরানে।

ইসরাইলের পরে ভ্যাকসিন প্রয়োগের তালিকায় রয়েছে বাহরাইন ও যুক্তরাজ্য। এরইমধ্যে, বাহারাইনে মোট জনসংখ্যার ৩ দশমিক ৪৯ শতাংশ নাগরিক এই ভ্যাকসিন নিয়েছে। আর যুক্তরাজ্যে নিয়েছে ১ দশমিক ৪৭ শতাংশ মানুষ। এদিকে, ফ্রান্সে ৩০ ডিসেম্বর পর্যন্ত মাত্র ১৩৮ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন।

এই তথ্য প্রকাশ করেছে ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’ নামক একটি সংস্থা।

এদিকে, যুক্তরাষ্ট্রে ২০২০ এর শেষ নাগাদ দুই কোটি জনগণকে ভ্যাকসিন দেয়ার যে টার্গেট করা হয়েছিল।
তবে ৩০ ডিসেম্বর পর্যন্ত সেখানে মাত্র ২৭ লাখ ৮০ হাজার ব্যক্তিকে ভ্যাকসিন দেয়া হয়েছে। এদিকে, ভ্যাকসিন প্রদানের মহড়া শুরু করেছে ভারত। এ সপ্তাহেই জাতীয় নিয়ন্ত্রক দ্বারা ভ্যাকসিন অনুমোদিত কবে এমনটাই আশা করছে সরকার।

Advertisement
Share.

Leave A Reply