fbpx

ইয়াঙ্গুনে যাওয়ার অপরাধে আটক একশ রোহিঙ্গা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে অভিযান চালিয়ে প্রায় একশ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

মিয়ানমারের সংবাদপত্র ‘টুমরো নিউজ জার্নাল’-এ প্রকাশিত ছবিতে দেখা যায় বেশ কয়েকজন নারী ও পুরুষ একসাথে মাটিতে বসে আছেন।

দেশটির পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্য ছেড়ে “অবৈধ ভ্রমণ” করার অভিযোগে প্রায়ই সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর সদস্যদের আটক করে থাকে পুলিশ ।

তিন মুং লুইন নামের এক পুলিশ ক্যাপটেন গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেন।

তিনি জানান, ৯৮/ ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। করোনার কারণে তাদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনইস্টি ইন্টারন্যাশনাল জানায়, দেশটিতে প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাস করছেন। তারা বেশির ভাগই বর্ণবাদ আচরণের শিকার হচ্ছেন। এবং তাদের গ্রাম থেকে বের হতে দেয়া হচ্ছে না। একই সাথে স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন রোহিঙ্গারা।

২০১৭ সাল থেকে, মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে প্রায় ৭ লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Advertisement
Share.

Leave A Reply