fbpx

ঈদযাত্রা: ভোগান্তি কমাতে সোমবার খুলছে নলকা সেতুর লেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে উত্তরবঙ্গের মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। ঈদকে কেন্দ্র করে এই ভোগান্তি হয় অবর্ণনাতীত। কেননা ঘরমুখী মানুষের চাপে সপ্তাহজুড়ে এ যানজট চলতে থাকে।

গত দুই বছর করোনার কারণে ঘরমুখী মানুষের চাপ কম থাকলেও এবার চাপ সামলানো দায় হতে পারে। তাই উত্তরবঙ্গের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সোমবার নবনির্মিত নলকা সেতুর একটি লেন চালু হচ্ছে।

সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, এবারের ঈদযাত্রায় মহাসড়কে তিন থেকে চার গুণ যানবাহন বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য ২৫ এপ্রিল নবনির্মিত নলকা সেতুর একটি লেন খুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি পুরোনো নলকা সেতুটিও সচল রাখা হবে।

জেলার পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৭ রমজান থেকে ৪৫০ পুলিশ সদস্য মহাসড়কে কাজ করবেন। এজন্য জেলার মহাসড়কে ৩১টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ স্থানে পুলিশ ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।

Advertisement
Share.

Leave A Reply