fbpx

ঈদের ছুটিতে চুরি–ছিনতাই প্রতিরোধে ডিএমপির ৫০০ টিম কাজ করবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে চুরি–ছিনতাই প্রতিরোধে ডিএমপির ৫০০ টিম কাজ করবে। প্রতিটি থানা থেকে ১০টি করে মোবাইল টিম বের হবে। এভাবে ৫০টি থানায় ৫০০টি টিম থাকবে। মহানগর এলাকায় রাতে আড়াই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

আজ ১ মে রোববার সকালে জাতীয় ঈদগাহর নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘অপরাধীদের চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি হয়, সে জন্য আমাদের চেকপোস্ট থাকবে। ঢাকা শহরের অনেক গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, কন্ট্রোল রুম থেকে সেগুলো মনিটর করা হবে। গত এক মাসে পাঁচ শতাধিক তালিকাভুক্ত চোর–ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘এত বড় একটি শহরে দু-একটি ঘটনা ঘটবে; এগুলো প্রতিরোধ করার ক্ষমতা কারও নেই। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। পুলিশের পাশাপাশি মানুষের দায়িত্ব রয়েছে। আপনার জীবন ও সম্পদ রক্ষার প্রাথমিক দায়িত্ব আপনার। এরপর আসে রাষ্ট্রের কাছে। রেললাইনের ওপর যদি আপনি শুয়ে থাকেন আর ভাবেন পুলিশ এসে রক্ষা করবে, এটা কোনো বুদ্ধির কাজ নয়। এর মধ্যে কেউ যদি আক্রান্ত হন, সেগুলো আমরা নিশ্চয়ই দেখব।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা নিরাপত্তার ক্ষেত্রে সাধারণত যে বিষয়গুলো বলে থাকি, সেগুলো যদি মানুষ মেনে চলে, তাহলে তার জীবন ও সম্পদের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হয়। যে যেখানেই যান, আপনার মূল্যবান সম্পদে হেফাজত নিচ থেকে করবেন।’

জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ঈদের জামাতে আগত মুসল্লিরা জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। এর বাইরে কোনো কিছু সঙ্গে নিয়ে আসতে “না” করছি আমরা। এ ছাড়া প্রত্যেকের তল্লাশির মধ্য দিয়ে আর্চওয়ে গেট দিয়ে ঈদগাহে ঢুকতে হবে। কারও সঙ্গে ব্যাগ থাকলে তা–ও তল্লাশি করা হবে।’

কমিশনার বলেন, এবারের ঈদে ঢাকায় ছোট–বড় ঈদগাহ এবং মসজিদ মিলে মোট ১ হাজার ৪৬৮টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সব কটিতেই নিরাপত্তা দেবে ডিএমপি। এ ছাড়া জাতীয় ঈদগাহে জামাতের আগে সুইপিং করবে বোমা ডিস্পোজাল ইউনিট, চারপাশে থাকবে সিসিটিভি ক্যামেরা। ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করবে ডিএমপির টিম।

তল্লাশি করতে সময় লাগার কারণে ঈদগাহের জামাতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগে আসার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। বৈরী আবহাওয়ার কারণে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হলে সেখানেও একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঈদের জামাতে জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলেও জানান ডিএমপি কমিশনার।

Advertisement
Share.

Leave A Reply